ঘুম থেকে Wake up করে দেখি দুপুর ২ টা বাজে In the clock এবং আমার সব গুলিয়ে গেল, তারপর...

ঘুম থেকে Wake up করে দেখি দুপুর ২ টা বাজে In the clock এবং আমার সব গুলিয়ে গেল। ব্যপারটা হচ্ছে, ঠিক On what ground আমি ঘুমালাম Like a prince সেটা একটু ব্যাখ্যা করা দরকার।
To tell you the truth, আই মিন, সত্যি বলতে কি, আসলে আমি সেহেরি খেয়ে ঘুমিয়েছিলাম। Normal কোন ঘুম Was not এটা। এখন কথা হচ্ছে, সব কেন আমি গুলিয়ে ফেললাম, মানে Why I got confused সেটা একটু বলা দরকার।
কি আর বলবো, প্রথম রমজানের দিনে ঘটেছিল এই Incident এবং I had অনেকগুলো Plans for ১ম রমজান।
প্র্যান ছিল সকাল ১০ টার মধ্যে Wake up করবো। তারপর ভাল করে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে  ছাদে গিয়ে ১ ঘন্টা রোদ পোহাবো Under the sun কারন মাসখানেক ঘরের মধ্যে বন্দি হয়ে থাকার কারনে I was ফিল করছিলাম Lack of Vitamin D in my শরীরে।
তারপর I had a wish to go to ফ্রেন্ডের বাসায় এবং ফেরত আসার প্ল্যান ছিল Within 2 pm.
এখন যেহেতু Already time is reaching ৩ টার দিকে So, আমাকে বন্ধুর বাসায় যাবার প্ল্যানটা Needed to cancel.
ওহ! একটি কথা না বললেই নয়, As it was the প্রথম রোজা So আমি was about to make a very big mistake, আই মিন, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছিলায় প্রায়।
যেহেতু দেরিতে ঘুম থেকে উঠার কারনে আমার Everything became হযবরল, তাই গলাটা প্রচন্ড শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। টেবিলের উপরে থাকা বোতল থেকে I was about to drink পানি কিন্তু Allah has saved me, কারন বোতলটা মুখের কাছে নেয়ার সাথে সাথে আমার রমজানের কথা মনে পড়ে গিয়েছিল।
বিঃদ্রঃ এখানে মুলত যে ইংরেজিটি শেখানোর চেস্টা করেছি সেটা হল About to শব্দটির ব্যবহার। যেমন,  I was about to drink, মানে হচ্ছে প্রায় খেয়েই ফেলেছিলাম পানিটা। এরকম আরো হতে পারে যেমন -  he was about to jump (প্রায় লাফ দিয়ে ফেলেছিল), Teacher was about beat (স্যার প্রায় মেরেই বসেছিল) - এরকম যা যা মনে আসে সব।
মুল ব্যপারটা হচ্ছে, হয়েই গিয়েছিল প্রায়, কিন্তু হয়নি, এরকম ক্ষেত্রে About to ব্যবহার করা যায়।
আরেকটা হচ্ছে, Lack of vitamin D, এখানে Lack of মানে অভাবে, মানে কম থাকা - ভিটামিন ডি এর অভাব।
তেমনি Lack of happiness -  আনন্দের অভাব,  Lack of food - খাদ্যের অভাব - এভাবে যা খুশি বলতে পারা যায়।



এই সাইটের রাইটার এবং ওনার সম্পর্কে কিছু কথাঃ

এখানে আমি বাংলাদেশী সিস্টেমে শুধুমাত্র বাংলাদেশীদের জন্য উপযোগি উপায়ে ইংরেজি শেখাতে চেস্টা করব।

এই সাইটের যাবতীয় লেখা শুধুমাত্র আমার। এই সাইটের ডিজাইন, মালিকানা এবং স্বর্বস্বত্ব শুধুমাত্র আমার। ২য় কোন ব্যক্তি কোনভাবেই এই সাইটের কোন কিছুর সাথে বিন্দুমাত্র সম্পৃক্ত নন।

ধন্যবাদন্তে, একমাত্র ওনার, রাইটার, অথর এবং পাবলিশার। -(Lawyer Limon)